বাংলাদেশে নথিভুক্ত রাজনৈতিক দলের স্বীকৃতি পেল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বা বিএমজেপি। যার পতাকার রং ও নকসা অবিকল ভারতীয় জনতা পার্টির মতো। আদালতের নির্দেশে 🎀বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশনের বরিষ্ঠ সচিব আখতার আহমেদ। অবশেষে দল নির্বাচন কমিশনে নথিভুক্ত হওয়ায় উচ্ছ্বসিত বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতিকুমার ম⭕ণ্ডল। মূলত বাংলাদেশে বসবাসকারী সনাতন সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করে এই BMJP. দলটির জন্য ‘স্পেস শাটল’ চিহ্ন বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

২০১৮ সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত হয়েছিল BMJP. ওই বছরই নথিভুক্তির জন্য সেদেশের নির্বাচন কমিশনের কাছে আবেদন জানায় তারা। তবে নিয়মের জটিলতায় তখন ▨স্বীকৃতি পায়নি দ🐈লটি। এর পর আদালতের দ্বারস্থ হয় তারা। সম্প্রতি আদালত BMJPকে নথিভুক্ত করতে নির্দেশ জারি করে। এর পরই দলটিকে স্বীকৃতি দিল সেদেশের নির্বাচন কমিশন।
স্বীকৃতি🍃 পেয়ে BMJPর প্রেসিডেন্ট সুকৃতিকুমার মণ্ডল বলেন, ‘আজ স্বপ্ন পূরণ হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পর আমরা রাজনীতির 🔴স্বাদ গ্রহণ করতে পারব। এই স্বীকৃতিলাভের ফলে বাংলাদেশের ৩ কোটি সংখ্যালঘু রাজনীতি করার অধিকার পেল। আমাদের প্রতীক স্পেস শাটল।’