পিক্সেল, দিগন্তারা এবং XDLINX স্পেস ল্যাব - এই তিন ভারতীয় স্টার্টআপের স্যাটেলাইট মহাকাশে নিয়ে গেল ইলন মাস্কের স্পেসএক্সের ট্রান্সপোর্টার ১২ রকেট। ১৫ জানুয়ারি মার্কিন সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয় এই রকেট।