♌ মন খুলে মোহনবাগাকে সমর্থন করলেন না ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। হ্যা, আর কিছুক্ষণের মধ্যেই আইএসএল ২০২৫-এর ফাইনালে খেলতে নামবে মোহনবাগান, গোটা বাংলা চাইছে এই ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হোক বাংলার দল। কিন্তু ইস্টবেঙ্গল একেবারেই মন খুলে মোহনবাগানকে সমর্থন করতে চায় না।
𒁃এর কারণ হয়তো লুকিয়ে রয়েছে চলতি মহিলা আইলিগের ফলের উপর। আসলে মহিলা ফুটবল দলের হাত ধরে প্রথম আইলিগ জয়ের স্বাদ পেয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ওড়িশাকে হারিয়ে মহিলা আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এরপরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস লাল হলুদ ক্লাবকে শুভেচ্ছা জানালেও মোহনবাগানের তরফ থেকে কোনও শুভেচ্ছাবার্তা পায়নি ইস্টবেঙ্গল। এরপরেই রেগে গিয়েছেন লাল হলুদ শিবির।
আরও পড়ুন … 🅠ভিডিয়ো: কোহলির RCB-র বিরুদ্ধে খেলতে নামার আগেই আর্চারের ক্লাস নিলেন RR-র ১৪ বছরের বৈভব
💫শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যেখানে ক্লাবের প্রথমবার আইলিগ জয় নিয়ে নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়। এই সময়ে আইএসএল ২০২৫-এর ফাইনাল নিয়েও লাল হলুদ কর্তাদের প্রশ্ন করা হয়।
ꦓএই সময়ে ইস্টবেঙ্গল কর্তারাও চাঁচাছোলা ভাষায় জবাব দেন। তারা জানিয়ে দেন আইএসএল ম্যাচে মোহনবাগান জিতুক সে কারণে তারা সরাসরি সমর্থনও করছেন না, তবে তারা জানান মোহনবাগান ম্যাচটা জিতুক এটা তারা চান। আসলে সাংবাদিকদের ভালো ফুটবল দেখার কথাই জানান ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি জানান ভালো ফুটবল দেখতে চান তাঁরা। তাই যেই জিতুক তাঁর জন্য শুভেচ্ছা থাকল।
আরও পড়ুন … 🅰আমার PSL 2025 অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল… কেন পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরছেন লিটন দাস?
𒐪এদিকে বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানাল এফএসডিএল। শনিবার আইএসএল কাপের ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি। কিন্তু প্রথমে সেই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়নি অরূপকে। সেই প্রসঙ্গে সমাজমাধ্যমে লিখেছিলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, সেই পোস্টের পরেই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত চাপ সৃষ্টি করেন এফএসডিএল-এর উপর। মোহনবাগানের একটি সূত্রে খবর, কুণাল ঘোষের পোস্টের পর অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানোর তোড়জোড় শুরু হয়েছিল।
আরও পড়ুন … 🗹ধোনিদের হারিয়ে KKR-এর অভিনব সেলিব্রেশন! পথ কুকুরদের খাওয়ার ব্যবস্থা করল Knight Club
♛অরূপ বিশ্বাসের আমন্ত্রণ প্রসঙ্গে কুণাল ঘোষ আরও একটি পোস্টে করে লিখেছেন, ‘যুবভারতীতে আজ অবশেষে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করল এফএসডিএল। আমার টুইটের প্রতিবাদের পর। বিষয়টি মোহনবাগান সচিব দেবাশিস দত্তকেও তখনই জানাই। সচিব ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেন। এফএসডিএলের উপর চাপ সৃষ্টি করেন। তারপর তাঁরা আজ দুপুরে ক্রীড়ামন্ত্রীকে ইমেল পাঠিয়ে আমন্ত্রণ করেন। যদিও এই বিলম্বিত আমন্ত্রণ অতীব অন্যায়ের। মোহনবাগান সচিব জানান তাঁর ধারণা ছিল এফএসডিএল আগেই ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ করেছে। মাননীয় মন্ত্রীকে মোহনবাগান আবার অনুরোধ করছে যুবভারতীতে যাওয়ার জন্য।’