🤡 বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব মান, সম্মান, প্রতিষ্ঠা, জনপ্রিয়তার কারক। এছাড়াও সরকারি চাকরি সহ একাধিক বিষয়ের কারক হলেন সূর্যদেব। ফলে সূর্যদেবের সামান্য গতিবিধি এদিক থেকে ওদিক থেকে তার প্রভাব জাতক জাতিকাদের জীবনে পড়তে থাকে। এবার সূর্যদেব কুম্ভ রাশিতে আসতে চলেছেন। ঠিক ১ বছর পর এবার ফেব্রুয়ারিতে সূর্যদেব কুম্ভে প্রবেশ করবেন। তার প্রভাব বহু রাশিতেই পড়তেই চলেছে। কারা কারা সূর্যদেবের এই গতিতে লাভবান হতে চলেছেন, দেখা যাক।
বৃষ
♊ সূর্যদেব, আপনার কর্মস্থানে সঞ্চার করবেন। এই সময় আপনি আপনার কাজের দিক থেকে বেশ লাভ পাবেন। সব দিক থেকে ভালো সাফল্য পাবেন। চাকরিতে রয়েছে পদোন্নতির যোগ। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরাও পাবেন সুখবর। কাজের দিক থেকে ইতিবাচক প্রভাব পড়বে। কর্মস্থলে সব কিছু ইতিবাচক হবে। ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হবে। অংশীদারির কাজ যাঁরা করেন, তাঁরা পাবেন লাভ। বাবার সঙ্গে সম্পর্কে আসবে জোর।
(♔ Madhyamik:মাধ্যমিকের সেন্টার হয়ে ওঠা স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে পর্ষদের নয়া নির্দেশিকা, কোন শর্তে আবেদন?)
( ✱Street Dog Attacks Woman:ষাটোর্ধ্ব মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল ৮ কুকুর, রাস্তায় হিঁচড়ে টেনে হামলা, শরীরে ২৫টি কামড়)
(꧑ Indian Panel: মার্কিন মুলুকে খুনের ছক কষার অভিযোগ? প্রাক্তন স্পাই ‘CC1’র বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ কেন্দ্রের কমিটির)