আজ আরজি কর কাণ্ডের রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক নির্যাতিতার মা। তিনি দাবি করেন, অভিজিৎ মণ্ডলের থেকে এই মামলায় বড় দোষী কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। এদিকে সিবিআইয়ের ওপরে ভরসা আছে কি না জিজ্ঞাসা করায় তিনি বলেন, 'আদালতের ওপরে আমাদের ভরসা আছে। আমরা আদালতকে স বলেছি।' (আরও পড়ুন: ♔RG Kar LIVE: আদালতে সঞ্জয়ের আইনজীবী, শিয়ালদায় জমায়েতের ডাক ডাক্তারদের)
আরও পড়ুন: ꦫ'রামকৃষ্ণ মিশনেও জঙ্গি থাকতে পারে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন, 'পানিহাটিতে তৃণমূলের কোনও লোক আমাদের বাড়িতে আসতে চায় না। অনেককেই কর্মসূত্রেও চিনি, তাঁরাও আসতে চান না।' এরপর নির্যাতিতার মা বলেন, 'আমাদের পাশে সবাই আছে। তাই এই ক'জন মানুষ আমাদের পাশে থাকল কি থাকল না, তাতে কিছু যায় আসে না।' এদিকে নির্যাতিতার বাবা বলেন, 'আন্দোলন জারি রাখতে হবে, তারপর দেখা যাক কী হয়।' (আরও পড়ুন: ⛎প্রথম পে কমিশনের ন্যূনতম বেতন ছিল ৫৫ টাকা! নয়া পে কমিশনে কত বাড়তে পারে DA-বেতন?)
🐓 নির্যাতিতার মা আজ বলেন, 'সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে, তাই আজ তাঁরই সাজা ঘোষণা হবে। বিচারক যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন। আমাদের আশারও কিছু নেই, নিরাশারও কিছু নেই। আমরা মনে করছি, তদন্ত এগোচ্ছে। সিবিআই তো আর কারও বিরুদ্ধে চার্জশিট আনেনি। আরও চার্জশিট আনবে। আসল অপরাধীরা ধরা পড়বে। তদন্ত হবে। বিচারপ্রক্রিয়া শেষ হয়ে যাবে না। তদন্তও চলবে, বিচারও চলবে।