গোটা দেশ যখন হোলি সেলিব্রেট করতে ব্যস্ত, ঠিক তখনই মুম্বইয়ের ‘মুখার্জি’ পরিಞবারে শোকের ছায়া। প্রয়াত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা, বর্ষীয়ান অভিনেতা দেব মুখোপাধ💃্যায়। আর এখবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ আলিবাগে ছুটির মেজাজ ছেড়ে কাছের বন্ধু অয়নের সঙ্গে দেখা করতে ফিরে আসেন রণবীর কাপুর। দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যেও অয়নের পাশে ছিলেন রণবীর। দেব মুখোপাধ্যায়ের শেষযাত্রায় কাঁধ দিতেও দেখা যায় রণবীরকে।
দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে রণবীর
ইনস্টাগ্রামে এক পাপাဣরাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ছবিতে রণবীরকে মুখোপাধ্যায় পরিবারের আরও অন্যান্য ছেলেদের সঙ্গে দেব মুখোপাধ্যায়ের দেহ কাঁধে করে শশ্মানে নিয়ে যেতে দেখা যায়।🙈 সাদা কাপড়ে মোড়ানো অভিনেতার দেহ স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে বাইরে নিয়ে আসতে দেখা যায় রণবীরকে। সেসময় তাঁর পরনে ছিল সাদা শার্ট ও নীল জিন্সের প্যান্ট।
১৫💙 মার্চ শনিবার আলিয়া ভাটের জন্মদিন। স্ত্রীর জন্মদিন সেলিব্রেট করতেই ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আলিবাগে গিয়েছিলেন রণবীর কাপুর। তবে দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে সেই সেলিব্রেশন বাতিল করে শুক্রবার তড়িঘড়ি মুম্বইয়ে ফিরে আসেন রণবীর-আলিয়া।
প্রসঙ্গত, পর🦄িচালক অয়ন মুখোপাধ্যায়কে রণবীর কাপুরের বেস্ট ফ্রেন্ড বলাই ভালো। অয়নের ‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’-তে কাজ করেছেন রণবীর। কিছুদিন আগে আলিয়ার জন্মদিন উপলক্ষে একটি মিডিয়া মিটআপে রণবীর জানিয়েছিলেন, 'ব্রহ্মাস্ত্র: পার্ট টু'র কাজ চলছে। তবে অয়ন এখন ব্যস্ত ওয়ার ২ নিয়ে।
এদিকে, অনিল কাপুর, হৃতিক রোশন, কাজল, জয়া বচ্চন সহ বেশ কয়েকজন বলিউডের অনেক সেলিব্রিটিকেই অয়নে🍨র বাড়িতে দেব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জা🌠নাতে আসতে দেখা যায়।
বার্ধক্যজনিত শারীরিক জটিলতার কারণে বেশকিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন দেব মুখোপাধ্যায়। শুক্রবার সকালে ৮৩ বছর বয়সে দেব মারা যান বলে সংবাদমাধ্যমকে জানান তাঁর মুখপাত্র। সমর্থ-মুখোপাধ্যায় ♒পরিবারের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব দেব ছিলেন ব্যক্তিগত জীবনে পরিচালক অয়ন মুখার্জির বাবা এবং পরিচালক আশুতোষꦯ গোয়ারিকরের শ্বশুর।
এদিকে কাজের ক্ষেত্রে রণ🐲বীরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে। বর্তমানে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ারের শুটিং করছেন তিনি। 'অ্যানিম্যাল পার্ক'-এর সিক্যুয়েল 'অ্যানিম্যাল পার্ক' এবং নীতেশ তিওয়ারির 'রামায়ণ'-এর সিক্যুয়েলও রয়েছে তাঁর হাতে।