🐻 ২০০৭সালে মুক্তি পেয়েছিল 'সালাম-ই-ইশক'-। সেই ছবিতে একঝাঁক অভিনেতার সঙ্গে কাজ করেছিলেন পরিচালক নিখিল আডবানি। ছিলেন সলমন খান, গোবিন্দা, অনিল কাপুর, জুহি চাওলা, প্রিয়াঙ্কা চোপড়া ও বিদ্যা বালান -এর মতো তারকারা। সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিখিল তাঁর সেই ছবির গানের শুটিংয়ে একসঙ্গে এত তারকাদের সামনে নিজের সেরাটা দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন। পরিচালক জানিয়েছেন সে সময় ভোরের শ্যুটিংয়ে আসার প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলেন সলমন। কিন্তু তারপার?
ঠিক কী বলেছেন নিখিল আডবানি?
🦋সাক্ষাৎকারে নিখিল বলেন, তাঁরা সলমনকে সারা রাত জাগিয়ে রেখেছিলাম কারণ উনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘ভোর ৫টায় আসতে পারব না। শ্যুটিং করতে হলে এখনই করুন. আমি সকাল ১০টায় গিয়ে সোজা ঘুমিয়ে পড়ব!’ অগত্যা তাই সলমনের জন্য জেগে থাকতে হয়েছিল গোটা টিমকে। শ্যুটিং শেষ হওয়ার পরই সোজা গিয়ে ঘুমিয়ে পড়েন সলমন। ভাইজান সবসময়ই দ্রুত কাজ শেষ করতে চেয়েছিলেন বলে জানান পরিচালক।
🍬আরও পড়ুন-নিজের গায়ে হলুদে জমিয়ে নাচলেন, রুবেলের সঙ্গে দেখা মিলল নিতবরের, কে এই খুদে?