ꦬ স্যান্ডম্যান বইয়ের লেখক নীল গেইম্যানের বিরুদ্ধে ৮ জন মহিলা অশালীন যৌন আচরণের অভিযোগ করেছেন সম্প্রতি। এবার সেই বিষয়ে নীরবতা ভাঙলেন লেখক। জানালেন তিনি কখনও কারও অনুমতি ছাড়া কিছু করেন না। কখনই করেননি এমন কিছু।
কী ঘটেছে?
𓄧৮ জন মহিলা এই ৬৪ বছর বয়সই লেখকের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ এনেছেন যে তিনি নাকি তাঁদের সঙ্গে অশালীন যৌন আচরণ করেছেন। এর মধ্যে একজনকে নাকি স্নান করার সময় যৌন হেনস্থা করেছেন। আর সেই খবর প্রকাশ্যে আনে নিউ ইয়র্ক ম্যাগাজিন। সোমবারের সেই রিপোর্টে আরও জানানো হয় গত বছর আরও ৫ মহিলা একই অভিযোগ করেছিলেন। মঙ্গলবার গোটা বিষয়টা নিয়ে মুখ খুললেন খোদ লেখক। ব্রিটিশ লেখক নীল গেইম্যান তাঁর একটি ব্লগে জানান তিনি এই অভিযোগগুলোর বিষয়ে আতঙ্ক এবং ঘেন্না নিয়ে পড়েছেন।
ജতিনি এদিন আরও বলেন, ' আমি এতদিন চুপ থেকেছি যাঁরা এসব বলছেন তাঁদের সম্মানের কথা ভেবে এবং তাঁদের বিশেষ পাত্তা দেব না ভেবে যাতে আরও বেশি করে ভুল তথ্য না ছড়ায়। আমি ভীষণ প্রাইভেট পারসন। আর ব্যক্তিগত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া কথা বলার জন্য সঠিক জায়গা নয় বলেই মনে করতাম। কিন্ত এখন বিষয়টা এমন জায়গায় পৌঁছেছে যেখানে আমার মনে হয় মুখ খোলা দরকার।'
ꦬতিনি এদিন তাঁর পোস্টে আরও জানান, তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তার অর্ধেক তিনি মনেই করতে পারছেন না। আর অর্ধেক যেভাবে বর্ণনা করা হচ্ছে সেভাবে কিছু হয়নি। সম্মতি সহকারে হয়েছে।
✱নীল এদিন আরও বলেন, 'আমি নিখুঁত নই। কিন্তু আমি কখনও কারও অনুমতি ছাড়া কোনও যৌন আচরণ করিনি কারও সঙ্গে। কখনও না।'
𒈔নীলের কথায়, 'আমি মানুষের মন একেবারে বুঝি না, তাঁদের অনুভূতি বুঝি না। আর এটার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি হয়তো স্বার্থপর। আমি নিজে কথা বলি, অন্যের কথা শুনি না।' তিনি এদিন এও বলেন যে তিনি জানেন যে সবাই হয়তো তাঁকে বিশ্বাস করবেন না কিন্তু তাও তিনি আপ্রাণ চেষ্টা করবেন যে যাতে তিনি আবার সবার বিশ্বাস ফিরে পান বিশেষ করে তাঁর পাঠকদের।