🌸 ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটি ছিল তাঁর তৃতীয় বিয়ে। এক গুরুদুয়ারাতে গিয়ে প্রায় চুপিচুপিই বেঁধেছিলেন দজনে গাঁটছড়া। কিন্তু দেখা যায় যে, বছর ঘোরার আগেই, দুজনের সমস্যা শুরু। ছাদ আলাদা হয় রোশন ও শ্রাবন্তীর।
𒊎এরপর দুজনের কাদা ছোঁড়াছুঁড়িও কিছু কম হয়নি। রোশন সিং তো প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন, শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে আগ্রহী তিনি। ২০২১ সালের জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা দায়ের করেছিলেন রোশন, উদ্দেশ্য ছিল বউকে ঘরে ফিরিয়ে আনা। যদিও সেসব তোয়াক্কা না করে, আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন শ্রাবন্তী।
♚এরপর খবর আসতে থাকে যে, জিম প্রশিক্ষক রোশন সিং-এর থেকে মাসে ৭ লাখ টাকা খোরপোশ চেয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশনের আইনজীবী ২০২৩ সালে নিজেই সেই কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। আর তাতে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত।

💙সে যাই হোক, আপাতত ২০২৫ সালের এপ্রিল মাসে দুজনে আইনিভাবে আলাদা হয়েছেন। কিন্তু অবশেষে কি, সেই মোটা খোরপোশের টাকা হাতে পেলেন? রোশনের থেকে কি মাসে ৭ লাখ খোরপোশই নিচ্ছেন শ্রাবন্তী?
🌟শ্রাবন্তীর আইনজীবী শ্যামল অবশ্য উড়িয়ে দিয়েছেন এই খোরপোশ নেওয়ার ব্যাপার। ওয়ালকে তিনি জানান, ‘মিউচুয়াল বিচ্ছেদ হয়েছে। কোনও পক্ষেই খোরপোশ লেনদেন হয়নি। যা রটেছে তা সঠিক নয়।’
♏ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বিপাকে পড়তে হয়েছে শ্রাবন্তীকে। কাজের থেকেও, তাঁর বিয়ে-ডিভোর্স নিয়ে আলোচনা যেন বেশি। ২০০৩ সালে শ্রাবন্তীর প্রথম সিনেমা আসে, মায়ার বাঁধন। আর সেই বছরই, বয়স ১৮ হওয়ার আগেই, পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। এই বিয়ে থেকেই সন্তানের জন্ম দেন, ঝিনুক ওরফে অভিমন্যু। । ২০১৬ সালে তাঁদের ডিভোর্স হয়।
🐎শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী ছিলেন মডেল কৃষাণ ব্রিজ। সেই বিয়েরও বয়স ছিল মাত্র ১ বছর। এরপর ২০২০-তে রোশনকে বিয়ে। তবে আপাতত মা-বাবার সঙ্গে থাকছেন অভিনেত্রী। কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। পরপর ছবি মুক্তি। একাধিক মানুষের সঙ্গে নাম জড়িয়েছে রোশের সঙ্গে ছাড়াছাড়ি পরও, তবে অভিনেত্রীর তরফে ব্যক্তিগত জীবন লাইমলাইটে না আনারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।