ঊর্বশীর বক্তব্য মানেই মজার খোরাক। মাঝে মাঝে তিনি এমন কিছু মন্তব্য করে বসেন, যা মানুষের হাসির খোরাক হয়ে যায়। কখনও তিনি বেফাঁস মন্তব্💜য করে বিতর্ক তৈরি করেন কখনও আ꧃বার নিজের মন্তব্যের কারণে নিজেরই ক্ষতি করে ফেলেন। এবার আবার তেমনই একটি মন্তব্য করে বসলেন ঊর্বশী। নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ঊর্বশীকে যখন জি𓄧জ্ঞাসা করা হয়, অনেকেই মনে করেন, অভিনেত্রী খুব আত্মমগ্ন হয়ে থাকেন সব সময়। এই প্রশ্নের প্রতিক্রিয়া দিতে গিয়ে ঊর্বশী বলেন, ‘মানুষ যদি এমন কথা বলেন তাহলে মানুষ কিন্তু এও বলেন,শাহরুখ খানের পরে আমি সেরা প্রচারক। ডাকু মহারাজ ২০২৫ সালের সর্বোচ্চ আয়করী সিনেমাগুলির মধ্যে একটি, আমি IMDB - এর এক নম্বর তারকাও হয়েছি।’
আরও পড়ুন: ম꧅ধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘দ্যা ডিপ𒅌্লোম্যাট’, জন বললেন,'এটা পাকিস্তান বিরোধী সিনেমা…',
ঊর্বশী আরও বলেন, ‘ডাকু মহারাজে আমি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলাম। আমি নাচের থেকে বেশি আমার অভিনয়ের দিকে মনোযোগ দিয়েছিলাম। আমি কেবলমাত্র আমার চরিত্রকে অন🌟ুসরণ করেছি এবং তার ফল আমি হাতেনাতে পেয়েছি। আপনি যদি আমার চোখের দিকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে একটি সিংহীর ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছি আমি।’
ঊর্বশীর কথায়, ‘ডাকু মহারাজ সিনেমায় যে গানটিতে আমি নাচ করেছিলাম, সেখানে সিংহের গর্জন, সিংহীর ডাক সহ আরও অনেক পশুদের শব্দ ব্যবহার করেছিলেন পরিচালক। একটি সিংহীর ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা করেছি আমি। সিংহীর সেই♌ ভয়ংকর, শক্তিশালী শক্তিকে তুলে ধরেছি আমি।’
আরও পড়ুন: 'আমౠি আমার বাড়িতে বস🍌ে...', শাহরুখ সলমনের বাড়িতে রেইড পড়লে কী করবেন অজয়?
আরও পড়ুন: পুজো দিয়েই পেট পুজো! ভিন রা😼জ্যে ছোটবেলার কোন স্বাদ খুঁজে পেলেন💜 স্বস্তিকা?
প্রসঙ্গত, সইফ আলি খানের বাড়িতে হামলার পর বেফাঁস মন্তব্য করে সমস্যায় পড়ে গিয়েছিলেন ঊর্বশী। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় 𝔍একটি পোস্টে লেখেন, ‘ডাকু মহারাজ’ সিনেমার সাফল্যের পর আমার বাবা-মা মহামূল্যবান ঘড়ি দিয়েছেন আমাকে। এই ঘড়ি দুটি সর্বসমক্ষে পরে বেরোতে পারি না🌄, ভয় লাগে, লুকিয়ে রাখতে হয়।
ঊর্বশীর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। ‘ডাকু মহারাজ’ পোস্টার থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল অভিনেত্রীর ছবি। পরে সর্বসমক্ষে আবার ক♉্ষমা চেয়ে সবকিছু ঠিক করে নেন তিনি। তবেই প্রথমবার নয়, এর আগে একাধিকবার বেফাঁস মন্তব্য করে বি🧜তর্ক তৈরি করতে দেখা যায় উর্বশীকে।