🔯 ফের মা হতে চলেছেন গওহর খান। বাবা হচ্ছেন কোরিওগ্রাফার জায়েদ দরবার। হ্য়াঁ, ঠিকই শুনছেন। ১০ এপ্রিল, বৃহস্পতিবার দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার খবর জানিয়ে চমকে দিয়েছেন গওহর। এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেরাই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন গওহর ও জায়েদ।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚস্বামী জায়েদের সঙ্গে একটি ডান্সের রিল ভিডিয়ো পোস্ট করে গওহর লেখেন, ‘বিসমিল্লাহ!! আপনাদের দোয়া এবং ভালোবাসা প্রয়োজন (লাভ ইমোজি) ভালোবাসা ছড়িয়ে দিয়ে বিশ্বকে নাচতে বাধ্য করুন। হ্যাজ ট্যাগে লিখেছেন, GazaBaby2।’
🍎প্রসঙ্গত এই মুহূর্তে গওহরের প্রথম সন্তানের বয়স এখনও ২ হয় নি। ২০২৩-এর ১০ মে প্রথম সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী, মডেল গওহর। আগামী ১০ মে ২ বছরে পা রাখবে গওহর-জায়েদের ছেলে জেহান। আর এরই মধ্যে দ্বিতীয় মাতৃত্বের কথা ঘোষণা করলেন বিগ বস সিজন ৭-এর বিজয়ী। অর্থাৎ দাদা হচ্ছে ছোট্ট জেহান।
🍷২০২০-তে করোনাকালে শুরু জুটির গওহর ও জায়েদের প্রেম কাহিনি। মুখে মাস্ক লাগানো গওহরকে মুদিখানার জিনিস কিনতে দেখেই প্রেমে পড়েছিলেন সঙ্গীতপরিচালক ইসমাইল দরবারের ছেলে। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। তবে বয়সের ফারাক বাধা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে। করোনা লকডাউন একটু শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে ‘নিকাহ’ সারেন এই জুটি। মাত্র পাঁচ মাসের সম্পর্কেই জায়েদকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন গওহর। আর এবার দ্বিতীয়বার নতুন ইনিংস শুরু হচ্ছে এই দম্পতির।
🦩প্রসঙ্গত, কাজের দুনিয়ায়, ইন্ডাস্ট্রিতে প্রায় দু'দশক কাটিয়ে ফেলেছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব ক্ষেত্রেই জমিয়ে কাজ করেছেন। অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কমচর্চা হয়নি একটা সময়। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি, পরবর্তীতে অভিনেতা কুশল টন্ডনের সঙ্গে গওহরের মাখামাখো প্রেমও কারুর অজানা ছিল না। তবে পরিণতি পায়নি সেইসব সম্পর্ক। শেষমেশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকেই নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেন গওহর খান।