চলতি মাসেই মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। এই ছবি মূলত মা-ছেলের গল্প বলবে। তবে কেবল মা নয়, এই ছবির𓆉 মাধ্যমে যশ-নুসরত সব মা-বাবাদের সম্মান জানাতে চান। শুধু তাই নয় তাঁদের ছবির শুরু থেকে শেষ পর্যন্ত নানাভাবে জড়িয়ে আছেন তাঁদের মা-বাবাও। বুধবার ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠ🌸ানে সে কথাই ভাগ করে নিলেন তারকা জুটি।
নুসরত বলেন, ‘আমরা কাজে এতটা ব্যস্ত হয়ে যাই যে মা-বাবাকে সেই ভাবে গুরুত্ব দিই না। কারণ মনে হয় ওঁরা তো মা-বাবা, ওঁরা আমাদের বুঝবে। তবে মা-বাবারাও যে সব সময় বোঝেন, এমনটা কিন্তু নয়। আজকের সময় দাঁড়িয়ে প্রতিটা সম্পর্কে গভীরতা হারিয়ে যাচ্ছে। আমরা তো মানুষ, সামাজিক জী,ব তাই আমাদের সম্পর্কের মধ্যে বাধা থাকা উচিত। সম্পর্কে থাকলে আমরা মানসিকভাবে বেড়ে উঠতে পারব। আমাদের ছবি এই সম্পর্কে বেঁধে থাকার গল্প বলবে। এটা নিয়েই আমাদের ছ💞বির গল্প। বক্স অফিসে কী রকম সাড়া ফেলবে বা মানুষের কতটা ভালো লাগবে. সেটা নিয়ে কিন্তু আমরা꧙ ভাবিনি। খুব ইমোশনাল একটা দিক থেকেই কাজটা শুরু করেছিলাম…’
আরও পড়ুন: আড়ি-র সেটে মৌসুমিকে বকা দিতেন যশ🎃! ‘যদি দেখাতে পারতাম…’, পাশ থেকে বললেন নুসরত
যশ নুসরতের মুখের কথা শেষ করতে না দিয়েই বলেন, ‘না, ভালো লাগবে। যাঁদের জন্য বানানো হয়েছে, তাঁদের ঠিকই ভালো লাগবে। আমরা আজকাল এতটা ব্যস্ত। কবে শেষ বাবাকে জড়িয়ে ধরে কাজে বেরিয়েছি? বা গার্লফ্রেন্ডকে তো সবাই চুমু খায়, কিন্তু শেষ কবে মায়ের গালে চুমু খেয়ে বেরিয়েছি আমরা? ജছব♛িটা সেই ভাবে ভাবাবে আমাদের। সেই জন্যই আমরা চাই যে এই ছবিটা মানুষ জুটি বেঁধে এসেই দেখুন। কিন্তু সেই জুটিটা হোক মা-ছেলের জুটি বা বাবা-মেয়ের জুটি।’
নুসরত যশের কথার রেশ টেনে বলেন, ‘শুধু জুটি বেঁধে দেখবেন এমনটা নয়, দেখতে-দেখতে সন্তানরা একবাꦗর হলেও বাবা-মায়ের দিকে ঘুরে তাকাবেন, বাবা-মায়েরাও সন্তানদের দিকে ঘুরে তাকাবেন। এই ছবিটা কোথাও গিয়ে মনের ভেতরটাকে নাড়াচাড়া দেয়। আসলে আমাদের প্রজন্মের ছেলে-মেয়েদের জন্য দরকার এই সচেতনতার যে সময় থাকতে নিজের পরিবারকে বা নিজের কাছ🌸ে মানুষকে আগলে রাখাতে হবে।’
আরও পড়ুন: মা বলেই নির্দ্বিধায় বোল্ড ফটোশ্যুটগুলো আরও বেশি করে 🅺সামনে আনব: প্রিয়াঙ্কা সরকার
যশ বলেন, ‘জীবন খুব ঠুনকো। একটা মানুষ আজ আছে, কাল নেই। আমাদের ছবির নাম আড়ি, তবুও এটাই বলব। বেশিক্ষণ আড়ি করে থাকবেন♔ না, ভাবটা তাড়াতাড়ি করে নিন। কারণ কালকে কী হবে আমরা কেউ জানি না। মানুষগুলোকে হারিয়ে ফেলার পর পুরানো সময় গুলোকে ফিরিয়ে আনা যায় না।' নুসরতের কথায়, 'অনুশোচনা নিয়ে বেঁচে থাকা যায় না।'
যশ জানান তাঁদের এই ছবির অনুপ্রেরণাও তাঁদের বাবা-মা। ছবির শুরু থেকে শেষপর্যন্ত পুরোটা জুড়ে তাঁরা। এমনকী ছবিতে প্রথম ক্ল্যাপ দিয়েছিলেন নুসরতের মা। নুসর💖ত বলেন, ‘ছবি টাইটেল ট্র্যাক দেখে বাবা যশকে একটা হার্ট ইমোজি পাঠান। সচরাচর এটা হয় না।’ যশ তখন নুসরতের কথার ভুল শুধরে বলেন, ‘এটা সচরাচর হয় না এমনটা নয়, এটা আসলে এই প্রথমবার হল।’
নুসরত ফের বলেন, ‘আমার অন্যান্য কাজ নিয়ে মায়ের এতটা উৎসাহ দেখান না, যতটা এই ছবি নিয়ে দেখাচ্ছেন। আড়ির প্রিমিয়ারের দিন পরবেন বলে নতুন শাড়ি কিনে ফেলেছেন﷽, তার সঙ্গে ব্লাউজ 🙈বানানো হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, ছবিটি প্রযোজনার দায়িত্বেও রয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস। ‘আড়ি’ চলতি মাসের ২৫ তꦐারিখ মুক্তি পেতে চল꧂েছে। এদিনের অনুষ্ঠানে যশ ও নুসরত ছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালক জিৎ চক্রবর্তী।